ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইনানী সৈকতে পর্যটক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
ইনানী সৈকতে পর্যটক নিখোঁজ আবদুল্লাহ

কক্সবাজার: কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে আবদুল্লাহ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে।  

বুধবার (২০ জুলাই) দুপুরে ওই কিশোর পরিবারের সদস্যদের সঙ্গে সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়।

তাকে উদ্ধার করার জন্য তৎপরতা চালাচ্ছে লাইভ গার্ড, ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন।

নিখোঁজ আবদুল্লাহ সেনা বাহিনীতে কর্মরত চিকিৎসক কর্নেল শহিদের ছেলে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। তাদের বাসা ঢাকার মহাখালী ডিওএইচএসে। আবদুল্লাহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার জানান, বাবা-মাসহ নিকটাত্মীয়রা কক্সবাজারে ভ্রমণে আসে আবদুল্লাহ। বুধবার ইনানী বে ওয়াচ আর সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার মাঝামাঝি সৈকতে গোসলে নামেন তারা। সবাই উঠে এলেও আবদুল্লাহকে পাওয়া যায়নি। ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করার কাজ শুরু করেছে। ইতোমধ্যে কোস্টগার্ডকেও খবর দেওয়া হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ ইনানী জোন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।