ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী

নিশাত বিজয় ও মাছুম কামাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী গরমের তীব্রতায় বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা -ছবি ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীতে তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছাড়িয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) তীব্র গরমে রীতিমতো ধুঁকছেন সাধারণ মানুষ।

বিপাকে পড়েছেন হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা। দুর্ভোগ  আরও বাড়িয়েছে ঢিমেতালে বৃষ্টি। ঝিরঝিরে এই ক্ষণিকের বৃষ্টিতে বেড়েছে ভ্যাপসা গরম।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দিনের সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

গরমে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন রিকশাচালক কালাম আহমেদ। বাংলানিউজকে তিনি বলেন, সকাল থেকে রিকশা নিয়ে বের হয়েছি। অনেক রোদ পড়েছে। প্রচুর গরম। রাস্তার পাশের এক দোকান থেকে তিন গ্লাস লেবুর শরবত খেলাম, তাও গরম কমে না।

ফুটপাতে পসরা সাজিয়ে বসেছিলেন মানিক হোসেন। তিনি বলেন, এ বছর এখনো তেমন বৃষ্টি হয়নি। বর্ষাকাল চলে যাচ্ছে। রাস্তায় বসে থাকা কষ্ট হয়ে যায়। মারাত্মক গরম।

এ গরমে নগরবাসীর জীবনে আরও দুর্ভোগ নিয়ে এসেছে সরকারের এক ঘণ্টার লোডশেডিংয়ের সিদ্ধান্ত।

কুড়িল এলাকায় সন্ধ্যা ৭টায় হঠাৎ চলে যায় বিদ্যুৎ। ওই এলাকার সিডিউল অনুযায়ী সন্ধ্যা সাতটা থেকে ১ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

এনিয়ে চা দোকানি আকবার হোসেন বলেন, লোডশেডিং ভুলেই গিয়েছিলাম। গরমের সময়ে বেচাকেনা কমে যাবে। সমস্যার সমাধান হওয়া উচিত।

বাংলাদেশ সময়: ২১১৫, ১৯ জুলাই
এমকে/এনবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।