ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

গুচ্ছগ্রামে নিজঘরে ঝুলছিল তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
গুচ্ছগ্রামে নিজঘরে ঝুলছিল তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ  প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায়  নিজ ঘর থেকে বৃষ্টি (৩৯) নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১৩ জুলাই)  দুপুরে নারগুন ইউনিয়নের কহরপাড়ায় ‘উত্তরণ আশ্রয়ণ’ গুচ্ছগ্রাম থেকে ওই  লাশ উদ্ধার করা হয়।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,  দুপুরের দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 উত্তরণ আশ্রয়ণে বসবাসকারী তৃতীয় লিঙ্গের সদস্যদের বরাতে ওসি কামাল হোসেন আরও বলেন,  মঙ্গলবার (১২ জুলাই) বৃষ্টির সঙ্গে তার এক বান্ধবীর বাগবিতন্ডা হয় । এ সময় বৃষ্টিকে চড় থাপ্পড় মারা হয়। এতে মন খারাপ করে হয়তো সে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন সেখানকার বাসিন্দারা।  

এটি আত্মহত্যা নাকি হত্যা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, বর্তমানে এটি নিয়ে ধারণামূলক কোন মন্তব্য করছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ময়নাতদন্তের পরে সেখানকার তৃতীয় লিঙ্গের লোকজন  লাশ না নিয়ে গেলে সেটি আঞ্জুমান মফিদুলে দিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘন্টা, জুলাই ১৩, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।