ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ টুকরো কিশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ টুকরো কিশোর প্রতীকী ছবি

কুমিল্লা:  কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় লাকসাম রেলওয়ে জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।  

নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনীর দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।  

এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে কিশোরটি নিহত হয়। তার শরীর ছয়টি টুকরো হয়েছে। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ওই কিশোরের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি তারা ফেনী থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিল। লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় কিশোরটি। তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর ব্যবস্থা করা হবে।  

বাংলাদেশ সময়ঃ ১৪২৬ ঘণ্টা,জুলাই ১১,২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।