ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর আলম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামের রবিন মুজাহীদের ফিশারিতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলমগীর বালিয়া ওই গ্রামের আব্দুল সালামের ছেলে।  

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেন।  

তিনি জানান, আলমগীর মুজাহীদের ফিশারিতে কাজ করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে মাছের খাবার দেওয়াসহ অন্যান্য কাজ করতে ফিশারিতে যান। এ সময় তিনি ফিশারির পাড়ে মই বেয়ে উপরে ওঠার সময় মটরের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ফুলপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।