ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জের হাটে পশু সংকট, দায় নিরাপত্তার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
নারায়ণগঞ্জের হাটে পশু সংকট, দায় নিরাপত্তার!

নারায়ণগঞ্জ : জেলার পশুর হাটগুলোয় এবার পর্যাপ্ত ক্রেতা থাকলেও নেই কোরবানির পশু। অল্প-স্বল্প গরু, ছাগল, মহিষ দেখা গেলেও গতবারের তুলনায় উল্লেখ করার মতো কিছু নেই।

ব্যাপারীরা গরু নিয়ে আসছেন না নিরাপত্তার অভাবের কারণে। হেনস্তার অভিযোগও করেছেন কেউ কেউ।

শুক্রবার (৮ জুলাই) শহরের বেশ কিছু হাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। ব্যাপারীরা বলছেন, হাটে আসতে জোর করায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।

তাদের আরও অভিযোগ, হাটে আসার আগে হেনস্তা করা হচ্ছে। বিভিন্ন রাস্তায় গরুর ট্রাক আটকে জোর করে হাটে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রলারে করে গরু-ছাগল যারা নিয়ে আসছেন, তাদেরও একই অবস্থায়। এতে নিরাপত্তাজনিত সংকটের শিকার হচ্ছেন তারা। তাই নারায়ণগঞ্জের দিকে তারা কোরবানির পশু নিয়ে যাচ্ছেন না।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সিটি করপোরেশনের অংশে হাটগুলোয় কোরবানির পশু অপেক্ষাকৃত কম। পুলিশের নিরাপত্তা প্রদানের ব্যর্থতাকে কারণ হিসেবে দেখাচ্ছেন হাট সংশ্লিষ্টরা।

জানা গেছে, এবার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গরু ছিনতাই, ট্রলার ডুবি, ফতুল্লায় জোর করে ট্রাক থেকে গরু নামানো, এমন ঘটনায় কোথাও কোথাও বাঁধা দিলে পুলিশের ওপর হামলা, জোর করে হাটে পশু নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনা অন্যান্য ব্যাপারীদের কানে গেলে তারা জেলার কোনো হাটে পশু নিয়ে আসছেন না।

অথচ বৃহস্পতিবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের বিভিন্ন হাট পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম হাটে পুলিশের ব্যাপক নিরাপত্তার কথা উল্লেখ করেন। অযাচিতভাবে ট্রলার বা ট্রাক বোঝাই গরু নিয়ে টানাহেঁচড়া, রশিতে হাত দিলে হাতকড়া পরতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এখন পর্যন্ত কোনো রকমের অনিয়ম ধরা পড়েনি বলেও জানান।

অবশ্য, কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।