ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

জঙ্গিরা কখনোই বসে থাকে না: ডিএমপি কমিশনার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
জঙ্গিরা কখনোই বসে থাকে না: ডিএমপি কমিশনার  ছবি: জিএম মুজিবুর 

ঢাকা: ঈদ উদযাপনে জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেননি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কার কথা উড়িয়ে দিতে পারি না।

কারণ জঙ্গিরা কখনোই একেবারে বসে থাকে না।

শুক্রবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের পুলিশের সিটিটিসিসহ বেশকিছু টিম সম্প্রতি ঢাকা ও আশেপাশের এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটও কয়েকজন জঙ্গি সদস্যদের গ্রেফতার করেছে।

মাযহাব ভিত্তিক ও পীরদের আস্তানা বা উপাসনালয় কেন্দ্রীক যেখানে বড় ঈদের জামাত হয়, এ সমস্ত জায়গায় জঙ্গিদের টার্গেট থাকে। বা সিয়া সম্প্রদায়ের ঈদ জামাতগুলোতে আশঙ্কা থাকে। সেসব স্থানে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
পিএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।