ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাবতলীতে ভিড় বেশি, বিক্রি কম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
গাবতলীতে ভিড় বেশি, বিক্রি কম ছবি: রাজীন চৌধুরী

গাবতলী থেকে: ঈদুল আজহার আর মাত্র বাকি তিনদিন। গাবতলীর পশুর হাট জমে উঠতে শুরু করেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, হাটে ক্রেতাদের ভিড় বেড়েছে কিন্তু পশু বিক্রি এখনো বাড়েনি।

বুধবার (৬ জুলাই) সরেজমিনে দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর গাবতলী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।

গাবতলী পশু হাটের গেট দিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে সবচেয়ে বড় বড় গরুগুলো। এছাড়া চোখে পড়বে হরেক নামের ষাঁড়। হাটের ডানদিকে বিক্রি হচ্ছে ছাগল, খাসি ও ভেড়া। হাটের মধ্যখানে দেখা মিলবে মাঝারি আকারের গরু। আর হাটের শেষ মাথায় রাখা হয়েছে ছোট আকারের গরুগুলো।

টঙ্গী থেকে গাবতলীতে গরু কিনতে এসেছেন মো. তুষার। তিনি বলেন, বড় গরুর দাম কম আছে। আমি একটি গরু কিনেছি ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে। কিন্তু ছোট ও মাঝারি গরুর দাম বেশি।

কুষ্টিয়ার মেহেরপুর থেকে বিক্রির জন্য ১২টি গরু নিয়ে এনেছেন আক্তার। তিনি বলেন, মাঝারি ও ছোট গরু নিয়ে হাটে এসেছি। মাঝারি ও ছোট গরুর দাম বেশি যাবে। আমি আজকে তিনটি ছোট গরু বিক্রি করেছি।

তিনি আরও বলেন, হাটে অল্প ক্রেতা আসছেন।  তারা তেমন দাম বলছেন না। ক্রেতা এখন কম হলেও আশা করি শুক্রবার ক্রেতাদের ভিড় হবে।

টাঙ্গাইলের সফিপুর থেকে ২৫ টি গরু নিয়ে গাবতলী এসেছেন মো. বেলাল। তিনি বলেন, হাটে এখন পর্যন্ত ক্রেতা অনেক কম। গত দু’দিনে গরু বিক্রি করেছি মাত্র তিনটি। গরুগুলো বড় বড়। হাটে আজকে কিছু সংখ্যক ক্রেতা আসলেও এখনো বিক্রি বাড়েনি আমাদের।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।