ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে মিটফোর্ড হাসপাতালের প্যাথলজিস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
অজ্ঞান পার্টির খপ্পরে মিটফোর্ড হাসপাতালের প্যাথলজিস্ট

ঢাকা : রাজধানীর জুরাইনের রাস্তা থেকে আক্তারুজ্জামান সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন তিনি।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা দুইটার দিকে জুরাইন মাজারের সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে নিয়ে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক)।

আক্তারুজ্জামানের স্ত্রী জাহানারা আক্তার জানান, তারা জুরাইন কমিশনার রোডের একটি বাসায় বসবাস করেন। তার স্বামী মিটফোর্ড হাসপাতালের প্যাথলজিস্ট। দুপুরে বেতনের টাকা তুলে বাসায় ফিরছিলেন। এর মধ্যে তারা খবর পান, আক্তারুজ্জামান রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। পরে তারা গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন।

স্বজনদের অভিযোগ, আক্তারুজ্জামানকে অজ্ঞান করে প্রায় ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে পাকস্থলী পরিষ্কারের পর আক্তারুজ্জামানকে ৬০১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ৫ জুলাই, ২০২২
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।