ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষক হত্যার বিচার চেয়ে বরিশালে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২, ২০২২
শিক্ষক হত্যার বিচার চেয়ে বরিশালে শিক্ষকদের মানববন্ধন

বরিশাল: শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যার বিচার, বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ ও বেসরকারী শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবিsতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার ও সাংস্কৃতিক সংগঠন সমন্ময় পরিষেদের আয়োজনে শনিবার (২ জুলাই) সকালে নগরের বিবিপুকুরপাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, শিক্ষকদের স্থান এখন আর শিক্ষার্থীদের বাবা-মায়ের পরের অবস্থানে নেই। বখাটেপনা আর ক্ষমতার দ্বন্দ্বে শিক্ষকরা লাঞ্ছনার পাশাপাশি খুনের শিকার হচ্ছেন ছাত্রদের হাতে। চলমান ঘটনা প্রমাণ করে সমাজে কি পরিমাণ নৈতিক অবক্ষয় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ