ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দুর্নীতির দায়ে ডিএসসিসির ৩২ জন চাকরিচ্যুত!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জুন ২৯, ২০২২
দুর্নীতির দায়ে ডিএসসিসির ৩২ জন চাকরিচ্যুত! ফাইল ছবি

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা (চলতি দায়িত্বে) ও করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী মো. সেলিম খানকে চাকুরি থেকে অপসারণ করা হয়েছে। এছাড়া পৃথক অফিস আদেশে অপসারণ করা হয়েছে আরও ৩১ জনকে।

মঙ্গলবার (২৮ জুন) ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দপ্তর আদেশে সেলিমসহ তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।

মো. সেলিম খান ডিএসসিসির অঞ্চল-৫ এর উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার নামে নানা ধরনের অনিয়ম-দুর্নীতির দায়ে পরে তাকে সচিব দপ্তরে ব্যক্তিগত সহকারী সংযুক্ত করা হয়।                                 

এছাড়া করপোরেশনের সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা আরও দু’টি দপ্তর আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়।  

'ডিসিসির স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি’ করা হয়েছে বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়।   

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।