ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৭, ২০২২
ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অভিভাবকরা।

সোমবার (২৭ জুন) সকালে খড়িবাড়ী হাজীপাড়া এলাকায় বিদ্যালয়টির সামনে অভিভাবকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে স্কুলের অভিভাবক ফকরুল ইসলাম, হাসিনুর রহমান, আব্দুর রউফ, আব্দুল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তব্যে অভিভাবকরা বলেন, স্কুলের প্রধান শিক্ষক কোনো অভিভাবককে না জানিয়ে নিজের ইচ্ছে মতো পকেট কমিটি গঠন করেছেন। এর আগেও প্রধান শিক্ষক তার স্বেচ্ছাচারিতায় যা ইচ্ছা তাই করেছেন। এবার কমিটি গঠনে কোনো অভিভাবককে জানানোই হয়নি। এ জন্য আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি কমিটি বাতিলের জন্য। মানববন্ধনের মাধ্যমে দ্রুত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের আহ্বান জানাই।

ম্যানেজিং কমিটির সভাপতি দাওদুল ইসলাম বলেন, আইন মতে নিয়ম মেনে আমরা কমিটি গঠন করেছি। কিছু অভিভাবকের এ কমিটি নিয়ে সমস্যা রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।