ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর জনসভা: মাদারীপুরে অর্ধশত স্থানে পুলিশের চেকপোস্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুন ২২, ২০২২
প্রধানমন্ত্রীর জনসভা: মাদারীপুরে অর্ধশত স্থানে পুলিশের চেকপোস্ট

মাদারীপুর: পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে মাদারীপুরের গুরুত্বপূর্ণ অর্ধশত স্থানে চেকপোস্ট বসিয়েছে জেলা পুলিশ। দিনের পাশাপাশি রাতেও চলছে অভিযান।

যানবাহন নিয়ন্ত্রণ ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আগামী ২৫ জুন এক জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ আগমনকে কেন্দ্র করে জেলার সদর উপজেলার মোস্তফাপুর, খাগদী, মিঠাপুর, খোয়াজপুর, ছিলারচর, কালকিনি উপজেলার ভুরঘাটা, পাথুরিয়ারপাড়, রাজৈর উপজেলার টেকেরহাট, কবিরাজপুর, শিবচর উপজেলার শেখপুর, পাঁচ্চর, সূর্য্যনগরসহ অর্ধশত স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

এছাড়া দিনের পাশাপাশি রাতভর চলছে অভিযান। সড়কে সন্দেহভাজন যানবাহন খতিয়ে দেখা হচ্ছে। অপরিচিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পরে নাম, ঠিকানা, মোবাইল নম্বর লিখে রাখার পাশাপাশি ছবি তুলে রাখা হচ্ছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশনা মোতাবেক মহাসড়ক, আঞ্চলিক সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জুন ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।