ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পদ্মায় ধরা পড়ল ২৭ কেজির পাঙাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২১, ২০২২
পদ্মায় ধরা পড়ল ২৭ কেজির পাঙাশ

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জালে ২৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।  

মঙ্গলবার (২১ জুন) সকালের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে জেলে মমিন হলদারের ফেলা জালে মাছটি ধরা পড়ে।

 

জানা গেছে, মাছটি ধরে দৌলতদিয়া বাজারের রওশনের আড়তে নিয়ে আসেন মমিন হলদারের। আড়তে স্থানীয় মাছ ব্যবসায়ীদের উম্মুক্ত ডাকে দেড় হাজার টাকা কেজি দরে মোট ৪০ হাজার ৫০০ টাকায় কিনে নেন দৌলতদিয়ার সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা।

বাংলানিউজকে সোহেল মোল্লা জানান, পদ্মায় ধরা পড়া পাঙাশ মাছটি তিনি কিনে নেওয়ার পরে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।  

গোয়ালন্দ উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকতা মো. টিপু সুলতান বাংলানিউজকে জানান, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় বড় মাছ ধরা পড়ছে। এই মাছগুলো খুবই সুস্বাদু। এত বড় মাছ পেয়ে স্থানীয় জেলেদের মুখে হাসি ফুটছে। তিন-চার মাস মাছ না পাওয়ায় জেলেরা অনেক দেনা হয়েছিল এখন বড় বড় মাছ পাওয়ায় সেই দেনা থেকে তারা মুক্ত হতে পারবেন।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।