ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

জামালপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ১৮, ২০২২
জামালপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা

জামালপুর: জামালপুর সদরের রাঙামাটিয়া গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে।  

শনিবার (১৮ জুন) জেলা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেন এবং প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল ও নগদ আর্থিক সহায়তা দেন।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, শরিফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলম আলী, সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।

শরিফপুর ইউপি চেয়ারম্যান মো. আলম আলী বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ঝড়ে রাঙামাটিয়া গ্রামের ৩২টি আধাপাকা বসতবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।