ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৭৫'র হাতিয়ার চোর-ডাকাতের হাতিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, জুন ১৮, ২০২২
৭৫'র হাতিয়ার চোর-ডাকাতের হাতিয়ার

লক্ষ্মীপুর: ৭১'র হাতিয়ার বীর জনতার হাতিয়ার। ৭৫'র হাতিয়ার চোর-ডাকাতের হাতিয়ার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে এমন মন্তব্য করেন মানববন্ধনকারীরা।

শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলার পৌরসভার সামনে দুই শতাধিক লোক মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনের আয়োজন করেন সাবেক কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান মাহমুদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭১'র পরাজিত রাজকার আলবদর ও দেশদ্রোহীরা আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যড়যন্ত্রকারীরা বলে, ৭৫'র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। কিন্তু সে হাতিয়ার তো চোর-ডাকাতের হাতিয়ার। আর ৭১'র হাতিয়ার বীর জনতার হাতিয়ার। প্রয়োজন হলে সেই ৭১'র হাতিয়ার আবার গর্জে উঠবে। ৭১'র শিখাতে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।

এ সময় বক্তারা আরও বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। কিন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এ দেশের আপামর জনতা দেশ বিরোধী সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, নজরুল ইসলাম সেলিম, মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম মোজাম্মেল, যুবলীগ নেতা সাখাওয়াত আহম্মেদ রাজু, রিপন, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম বিএসসি, শহিদ চৌকিয়া, শ্রমিকলীগ নেতা আল আমিন আটিয়া প্রমুখ।

একই দিনে বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন জলাশয় ও মৎস্য খামারে 'আলোর দিশারি' সংগঠনের মাধ্যমে মাছের পোনা অবমুক্ত করেন।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ১৭ জুন, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।