ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জুন ১৭, ২০২২
গাজীপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) ওই দু’জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার বারিষাব এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে কিরণ মিয়া (৪৮) ও কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া মজিদচালা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সোবহান (৫২)।  

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, কাপাসিয়া কাইজলি বিলে মাছ ধরতে যায় কিরণ। ওই সময় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক কিরণ মিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, আব্দুস সোবহান ফুলবাড়িয়া মজিদচালা এলাকার বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ওই মাঠে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পরিবারে খবর দিলে স্বজনরা মরদেহ নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২২৫০, জুন ১৭, ২০২২
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।