ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেন নারী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ১৭, ২০২২
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেন নারী!

কুমিল্লা: দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে যান এক নারী। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনের পাশে পড়ে যান।

পরে ট্রেন চলে গেলে আহত অবস্থায় স্থানীয়দের সাহায্যে তাকে নেয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকার পর তিনি বর্তমানে সুস্থ আছেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে। তার একটি ভিডিও ফুটেজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লা স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্ম থেকে এক নারী দৌড়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে যান। সাথে সাথে ট্রেনটি তাকে সামনের দিকে নিয়ে যায়। এদিকে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন।

জানা গেছে, ওই নারীর নাম বেবি বেগম। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা।

কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানিয়েছেন, আমরা আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। শুক্রবার সকালেও দেখতে গিয়েছি। তিনি ভালো আছেন। বাম পায়ে বেশি ব্যথা পেয়েছেন। তিনি কি আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি দুর্ঘটনা। সুস্থ হওয়ার পর বিস্তারিত জানতে পারব।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।