ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেসে আগুন, ট্রেন চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুন ১১, ২০২২
মৌলভীবাজারে পারাবত এক্সপ্রেসে আগুন, ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজার: ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে।

শনিবার (১১ জুন) দুপুরে মৌলভীবাজারের শমশেরনগর রেলস্টেশনের  আউটারে ট্রেনটিতে আগুন লাগে।

সিলেটের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগেছে। এ কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে,  ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছানো মাত্র পাওয়ার কারে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দেন। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন।

শেষ খবর পাওয়া পর্যন্ত টেনের পাওয়ার কারে আগুন জ্বলছিল। খবর পেয়ে কুলাউড়া দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১১, ২০২২
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।