ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

২ হাজার কলাগাছ কর্তন, কেমন শত্রুতা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ১০, ২০২২
২ হাজার কলাগাছ কর্তন, কেমন শত্রুতা!

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের রোপণকৃত প্রায় দুই হাজার গলাগাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১০ জুন) দুপুরের দিকে এ ব্যাপারে মিরপুর থানায় সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক ফিরোজ মণ্ডল।

অভিযোগ সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার কৃষক ফিরোজ মণ্ডল একই এলাকার বাইলদাড়ী মাঠ জিকে ক্যানালের পাশ দিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় বাণিজ্যিকভাবে কলাগাছের চাষ করেছিলেন।

শুক্রবার (১০ জুন) সকালে তিনি সেখানে গিয়ে দেখেন রাতে শত্রুতা করে গাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার লাগানো কলাগাছগুলো কেটে ক্ষতি করার চেষ্টা করছিলেন প্রতিপক্ষের লোকজন। বিষয়টি গ্রামের লোকজনও জানেন। বৃহস্পতিবার (৯ জুন) দিনগত রাতে ধারালো অস্ত্র দিয়ে প্রায় দুই হাজার কলাগাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।  

গাছের সঙ্গে এমন ঘৃণিত কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবি জানান তিনি।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, দুই হাজার রোপণকৃত গলাগাছ কেটে ফেলা হয়েছে— এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।