ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিদেশি মুদ্রার বিনিময়ে জাল টাকা দিতেন তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুন ৮, ২০২২
বিদেশি মুদ্রার বিনিময়ে জাল টাকা দিতেন তারা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি মুদ্রার বিনিময়ে জাল টাকার বান্ডেল দেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

বুধবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম।

এর আগে, মঙ্গলবার (৭ জুন) অভিযোগ পাওয়ার পর পরই ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ফরিদ (৩২), মো. সবুজ (৩৬)।

র‌্যাবের স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন- তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জের ফতুল্লা ও আশপাশের এলাকায় বিদেশি মুদ্রার বিনিময়ে সাদা কাগজের উপরে নিচে আসল টাকা রেখে সেগুলো সাধারণ মানুষকে দিয়ে প্রতারণা করতো।

তিনি আরও বলেন, র‌্যাবের সহযোগিতায় ভুক্তভোগী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুন ৮, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।