ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

মার্কেট উচ্ছেদের ঘটনায় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুন ৮, ২০২২
মার্কেট উচ্ছেদের ঘটনায় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

মেহেরপুর: মেহেরপুর কোর্টরোডে মসজিদ মার্কেট উচ্ছেদের বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক  ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

সাংবাদিকদের তিনি বলেন, সরকারি খাস খতিয়ানের জমি ব্যবসায়ীদের কাছে লিজ দেওয়া যায় না।

আগের ডিসি ব্যবসায়ীদের কাছে জমি বরাদ্দ দিয়ে থাকলে তা ভুল করেছেন। এখন সেটা ঠিক করে দেওয়া আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, মসজিদ কমিটির কাছে মসজিদের জন্য অনুদান দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দেওয়া সিকিউরিটির টাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। আর চুক্তিপত্রে একজন ইউএনওর স্বাক্ষর থাকলেও কোনো সীলমোহর নেই। তবে, ব্যবসায়ীরা চাইলে তাদের পূনর্বাসনের জন্য চেষ্টা করা হবে।

তবে সম্মেলনে সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নই এড়িয়ে গেছেন জেলা প্রশাসক। সেখানে মেহেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।