ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

চেক জালিয়াতি মামলায় তাড়াশের সগুনা ইউপি সচিব গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুন ৭, ২০২২
চেক জালিয়াতি মামলায় তাড়াশের সগুনা ইউপি সচিব গ্রেফতার প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: চেক জালিয়াতির মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আব্দুল ওয়াদুদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ জুন) বিকেলে তাড়াশ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিরাজগঞ্জ সদর ও তাড়াশ থানা পুলিশ।

 

গ্রেফতার ইউপি সচিব আব্দুল ওয়াদুদ জেলা সদর উপজেলার বড় হামকুড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি প্রায় আট বছর যাবত তাড়াশ উপজেলার সগুনা ইউপি সচিব হিসেবে কর্মরত রয়েছেন।

জেলা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইউপি সচিব ওয়াদুদের নামে এনআই অ্যাক্টের তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করে সিরাজগঞ্জ সদর থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।