ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাগুরায় শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল -চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ৭, ২০২২
মাগুরায় শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল -চেক বিতরণ

মাগুরা: মাগুরা সদর উপজেলায় ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ২০ জন কলেজ শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৬০০ টাকা এবং মাধ্যমিক ৪০ জন শিক্ষর্থীকে ৬ হাজার টাকা ও প্রাথমিকের ৮০ জন ছাত্র-ছাত্রীকে ২ হাজার টাকা এবং বাইসাইকেলসহ মোট ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার (৭ জুন) সকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওয়াতা শিক্ষা উপকরণ ও আর্থিক চেক বিতরণ করা হয়।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মিনতি রাণী দত্ত, হাজরাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন ও এনামুল হক রাজা উপস্থিত ছিলেন।

এছাড়া সদর উপজেলা ১৩টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।