ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ দুই যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুন ৬, ২০২২
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ দুই যুবক আটক

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তারসহ মো. কামরুল ইসলাম (৩০) ও আব্দুল কাদের (২৮) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।  

সোমবার (০৬ জুন) সকালে উপজেলার রনসেন গ্রাম থেকে এদের আটক করা হয়।

এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২৩১ কেজি বৈদ্যুতিক উদ্ধার করা হয়। আটকদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাট এলাকার সেকেন্দার ফকিরের ছেলে মো. কামরুল ইসলাম এবং একই এলাকার মো.জাফফর ফকিরের ছেলে আব্দুল কাদের। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, ৫ জুন রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরি হয়েছে কর্তৃপক্ষ এমন একটি অভিযোগ করে র‌্যাব-৬ এর অধিনায়ক বরাবর। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা গোয়েন্দা তৎপরতা শুরু করি। তদন্ত শেষে গোপন সংবাদের ভিত্তিতে তারসহ দুই চোরকে আটক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুন ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।