ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ৬, ২০২২
চিরিরবন্দরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় প্রমথ চন্দ্র রায় (৬২) নামে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৬ জুন) সকালে উপজেলার ভিয়াল ইউনিয়নের দূর্গাডাঙা এলাকার একটি বট গাছ তার মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত প্রমথ চন্দ্র রায় একই এলাকার মৃত কান্দু বর্মণের ছেলে। তিনি পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৬ জুন) রাতের খাওয়ার পর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি প্রমথ চন্দ্র রায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও আর পায়নি। সোমবার স্থানীয় এক বাসিন্দা বটগাছের একটি ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুলিশে এসে তার মরদেহ উদ্ধার করে।  প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রমথের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও স্থানীয়রা ওই বৃদ্ধের মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ০৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।