ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে ৫০০০ পরিবারকে ত্রাণ দিল বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ৬, ২০২২
সুনামগঞ্জে ৫০০০ পরিবারকে ত্রাণ দিল বসুন্ধরা গ্রুপ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বন্যা দুর্গত ৫ হাজার পরিবারের জন্য ত্রাণ দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

সোমবার (৬ জুন) দুপুরে শহরের ওয়েজখালি এলাকার পুলিশ লাইনসে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কাছে বিতরণের জন্য এ ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, পৌর কলেজের অধ্যক্ষ সাংবাদিক শেরগুল আহমদ, বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ প্রতিনিধি মাছুম হেলাল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, নিউজ২৪ এর সুনামগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মো. আশিকুর রহমান পীর, বৈশাখী টিভির সুনামগঞ্জ প্রতিনিধি কর্ণ বাবু দাসসহ আরও অনেকে।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপ ৫ হাজার প্যাকেট ত্রাণ দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাই। বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে থাকে এটা আমরা এর আগেও দেখেছি। বন্যায় সুনামগঞ্জের কয়েকটি উপজেলার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তারা এ ত্রাণ সামগ্রী পেলে অনেক উপকৃত হবে। আমরা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি তাই মানুষের সঙ্গে যোগাযোগ আছে আমাদের। সে কারণে আমরা আশা করি- প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে এ ত্রাণ বিতরণ করতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট সবাইকে।

প্রথমে পুলিশ লাইনসে কর্মরত আয়াকে ত্রাণ দেওয়ার মাধ্যমে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার। পরবর্তীতে তালিকা করে এ ত্রাণ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে৷

প্রসঙ্গত, এর আগে সুনামগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে ৩ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ০৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।