ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুন ৫, ২০২২
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

শেরপুর: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তৌহিদ হাসান (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুন) সকালের দিকে ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তৌহিদ স্থানীয় মদিনাতুল উলুম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে তৌহিদের এক বন্ধু কাঁঠাল পারতে মাদরাসার একটি গাছে উঠে। এ সময় মসজিদের পেছন দিক দিয়ে টিনের চালে উঠে তৌহিদ। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের স্পর্শ লেগে তৌহিদ গুরুতর আহন হয়। তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব‌্যাপা‌রে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মুনছর আহা‌মেদ জানান, অভি‌যোগ পেলে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।