ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাপাসিয়ায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ চালকসহ নিহত ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুন ৪, ২০২২
কাপাসিয়ায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ চালকসহ নিহত ২ 

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাল্লারবাড়ী মোড় এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৪ জুন) সকালে রাজেন্দ্রপুর-টোক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর থানার হয়বতনগর এলাকার ঝিনুক মিয়ার ছেলে পিকআপ ভ্যান চালক জিন্নাত (২৬) ও একই থানার সাতারপুর এলাকার জলিল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫)।  

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর রায়হান খান জানান, কাপাসিয়া উপজেলার সাল্লারবাড়ী এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক জিন্নাতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫১০, জুন ৪, ২০২২
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।