ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে কবরস্থান থেকে রাতের আঁধারে ৬টি কঙ্কাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুন ৪, ২০২২
ফরিদপুরে কবরস্থান থেকে রাতের আঁধারে ৬টি কঙ্কাল চুরি ফরিদপুরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি কবরস্থান থেকে এক রাতে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ যুগ ধরে গ্রামবাসীরা ওই কবরস্থানটিতে মৃত ব্যাক্তিদের দাফন দিয়ে আসছে।

 

শনিবার (৪ জুন) সকাল ১০ টার দিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে বৃহস্পতিবার (২ জুন) দিনগত রাতের কোনো এক সময় উপজেলার হমিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানে এ চুরির ঘটনা ঘটে।  
 
এ ব্যাপারে হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খোকন মিয়া বলেন, মাধবপুর কবরস্থানের কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।  

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা,  জুন ০৪, ২০২২ 
 ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।