ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মে ৩০, ২০২২
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল করিম (৪৪) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) সকাল ৬টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটে।

রেজাউল সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজাউল করিম সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের একটি মাংসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সকাল ৬টার দিকে সেখানে কাজ করার সময় পা পিছলে পানির লাইনের মোটরের ওপর পড়ে যান। এ সময় মোটরের লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মে ৩০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।