ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

দেবহাটায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মে ২৮, ২০২২
দেবহাটায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম সোনা (৩৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তবে, ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

আশরাফুল ইসলাম সোনা সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত মোফাজ্জেল মোড়লের ছেলে। তিনি বিভিন্ন মৌসুমি পণ্যের ব্যবসা করতেন।

দেবহাটা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, আশরাফুল ইসলাম সোনা বাড়ি থেকে মোটরসাইকেলে কালিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার গরানবাড়িয়া কদমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।