ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিংড়ায় এসিল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মে ২৮, ২০২২
সিংড়ায় এসিল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবি

নাটোর: নাটোরের সিংড়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হয়েছে জানিয়ে সবাইকে সর্তক থাকার অনুরোধ করেছেন এসিল্যান্ড।

শুক্রবার (২৭ মে) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এসিল্যান্ড সিংড়া নাটোর আইডি থেকে একটি সতর্কীকরণ পোস্ট দেওয়া হয়।

পোস্টে জানানো হয়, নম্বর ক্লোন করে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, অফিস সহকারী ও নৈশপ্রহরির কাছ থেকে টাকা চান দুষ্কৃতকারীরা। পরে কণ্ঠ শুনে সন্দেহ হলে এসিল্যান্ডকে বিষয়টি জানান তারা।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে থানায় জিডিসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১২২, মে ২৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।