ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহ আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২৬, ২০২২
শাহ আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা: কিশোরগঞ্জ বারের সাবেক সভাপতি, কিশোরগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলার পাবলিক প্রসিকিউটর বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহ আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, আজিজুল হক আইন পেশায় তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তিতে সবসময় কাজ করে গেছেন।

কিশোরগঞ্জ বারের সভাপতি হিসেবে আইনজীবীদের দক্ষতা বাড়ানো এবং বিচার বিভাগ ও বারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি স্থানীয় আওয়ামী লীগকে শক্তিশালী করতে ও রাজনীতিকে জনকল্যাণমুখী করতে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যু কিশোরগঞ্জের স্থানীয় রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি মরহুম শাহ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহ আজিজুল হক বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মে ২৬, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।