ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, মে ২৬, ২০২২
নীলফামারীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারী: কলার ভেলায় চারালকাটা নদী পারাপার হওয়ার সময় নদীর পানিতে ডুবে সজিব (৯) নামে এক শিশুর মৃত্যু।

বুধবার (২৫ মে) বিকালে নীলফামারী সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা হাজিটারী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে সন্ধ্যায় শিশুটির মরদেহ নদী হতে উদ্ধার করে। শিশুটি ওই এলাকার অলিজার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি বেলা ৩টার দিকে বড় বোন লিসাসহ (১৩) কলার ভেলায় করে নদীতে ঘুরছিল। হঠাৎ করে কলার ভেলা নদীর পানিতে উল্টে গেলে দুই ভাইবোন তলিয়ে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে নদীতে নেমে জীবিত অবস্থায় লিসাকে উদ্ধার করতে পারলেও সজিবকে উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সজিবের মরদেহ ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দুর হতে উদ্ধার করে।

নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন জানান, শিশুটির মরদেহ উদ্ধারের পর নীলফামারী থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।