ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৯ ফাইল ছবি

মেহেরপুর: মেহেরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্তসহ নয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) দিনগত রাত থেকে বুধবার (২৫ মে) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে সাজা মামলায় দু’জন, সিআর মামলায় একজন, মাদক মামলায় একজন, জিআর মামলায় একজন ও দায়ের হওয়া নিয়মিত মামলায় চারজন আসামি রয়েছেন।

এদের মধ্যে মুজিবনগর থানা পুলিশ চার জনকে, সদর থানার পুলিশ চার জনকে ও গাংনী থানা পুলিশ একজনকে গ্রেফতার করে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মেহেরপুর সদর থানায়  একটি ও মুজিবনগর থানায় তিনটি নিয়মিত মামলা রুজ্জু করা হয়েছে।

মেহেরপুর পুলিশ সুপারের (এসপি) কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা এসপি রাফিউল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই নয় জনকে আটক করা হয়। এ সময় ১০০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।