ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
বাংলাবাজার-শিমুলিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক ফাইল ছবি

মাদারীপুর: বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ২ ঘণ্টা বন্ধ থাকার পর নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।  

বুধবার (২৫ মে) দুপুর দেড়টা থেকে চলাচল শুরু হয় নৌযান।

 

এর আগে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে বেলা সাড়ে ১১টা থেকে বন্ধ ছিল নৌযান চলাচল।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে বৈরী অবস্থার কারণে দুর্ঘটনা এড়াতে সাড়ে ১১টার দিকে নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরে আবহাওয়া স্বাভাবিক হলে দুপুর দেড়টা থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়। তবে যে কোনো সময় আবহাওয়া বৈরী হয়ে উঠলে নৌযান ফের বন্ধ রাখা হবে।

>> বাংলাবাজার-শিমুলিয়ায় নৌযান চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।