ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে ১০ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ২৩, ২০২২
রাঙামাটিতে ১০ লাখ টাকার জাল নোটসহ আটক ২

রাঙামাটি: রাঙামাটিতে ১০ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৩ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ।

তিনি বলেন, রোববার (২২ মে) দিনগত রাতে শহরের রিজার্ব বাজারের লেক ভিউ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জাল নোটসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন রাজশাহীর বাঘমারা থানার মো. মিলন রহমান (২৮) ও নরসিংদীর মো. শাহ আলম (৫৫)।

এছাড়া ডিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আমির হোসেন ও মো: ফখরুল হাসান নামে আরও দুইজন সহযোগী পালিয়ে যায়।

অভিযানে তাদের কাছ থেকে ১০টি এক হাজার টাকার জাল নোটের বান্ডিল জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, আসামিদের আটকের পর ডিবির এসআই নুরে আলম বাদী হয়ে রাঙামাটির কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।