ঢাকা: বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বেগ প্রকাশ করে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। রোববার (২২ মে) ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই চিঠি দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এর প্রেক্ষিতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ ও উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বাংলাদেশ।
এর আগে গত ১৭ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ভালো খাওয়া-দাওয়ার আশায় ভারত থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসছেন। এটা আমাদের জন্য দুশ্চিন্তা।
ড. মোমেন আরও বলেছিলেন, দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছেন। এসব রোহিঙ্গা ২০১২ সালে ভারতে ঢুকে সে দেশের বিভিন্ন প্রদেশে আশ্রয় নিয়েছিলেন। এখন তারা শুনেছেন যে বাংলাদেশে এলে খুব ভালো খাওয়া-দাওয়া পাবেন। আমরা ভারতকে বলব যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘন্টা, মে ২২, ২০২২
টিআর/এমএমজেড