ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোটের পর শ্রমিকদের বেতন বাড়ানো হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মে ২০, ২০২২
ভোটের পর শ্রমিকদের বেতন বাড়ানো হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা): আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে শ্রমিকদের আরেক দফা বেতন বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা বাড়ানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম।  

শুক্রবার (২০ মে) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে অবস্থিত হাজী ইউনুস আলী কলেজ মাঠে শ্রমিকদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

শ্রমিকদের বেতন বাড়ালে বাংলাদেশের সামর্থ্য আরও বাড়ার পাশাপাশি মাথাপিছু আয়ও বাড়বে বলে জানান ডা. এনাম৷

প্রতিমন্ত্রী বলেন, আমি জানি আমার সামনে এখানে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছেন, তারা শেখ হাসিনার উন্নয়ন দেখেছেন। আগামী দিনে তারা নৌকা ছাড়া আর কাউকে ভোট দেবেন না। নৌকা মার্কা যখন ক্ষমতায় আসে যখন জনগণ কিছু পায়। এভাবে চলতে থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সুখী, সমৃদ্ধ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানাই।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমদ মাষ্টার, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জুসহ শ্রমিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২০, ২০২২
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।