ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৯৩ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ২০, ২০২২
শাহজালালে ৯৩ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজির বেশি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৫টার দিকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট থেকে শারজাহ ফেরত ওই যাত্রীকে আটক করা হয়।

আটক ওই যাত্রীর নাম ওমর ফারুক।

জানা গেছে, গ্রীন চ্যানেল অতিক্রমকালে ওমর ফারুকের লাগেজ স্ক্যান করে তাকে আর্চওয়ে করানো হয়। স্ক্যানিংয়ে তার লাগেজের ভেতর স্বর্ণ ধরা পড়ে। পরে তার প্যান্টের পকেট থেকে স্বর্ণ উদ্ধার ছাড়াও কাস্টম ব্যাগেজ কাউন্টারের লাগেজ খুলে ৮টি স্বর্ণবার ও তার পরিহিত প্যান্ট থেকে ২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.২৫৮ কেজি। যার বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ ও যাত্রীর বিষয়ে ফৌজদারী মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মে ২০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।