ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জোয়ারের পানিতে ভেসে গেল শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মে ১৮, ২০২২
জোয়ারের পানিতে ভেসে গেল শিশু

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে জোয়ারের পানিতে খালে ভেসে গেলে আব্দুল্লাহ (৭) নামে এক শিশু।  

নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আল-আমীন খানের ছেলে।

জানা গেছে, ওই শিশুটি তাদের  বাড়ির সামনের কচা খালে পড়ে বুধবার সকাল ১১টার পর নিখোঁজ হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান
স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার মাতুব্বার জানান, অতিরিক্ত জোয়ারের ফলে বাড়ির সামনে খাল দিয়ে বাড়িতে পানি ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে পানির উচ্চতাও
বাড়ে। পরিবারের লোকজনের অজান্তে শিশুটি জোয়ারের পানিতে ভেসে যায়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে শিশুটিকে খোঁজ করা হচ্ছে।
ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মে ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।