ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

পণ্যবাহী ট্রাকসহ ভেঙে পড়লো বিকল্প বেইলি ব্রিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, মে ১৭, ২০২২
পণ্যবাহী ট্রাকসহ ভেঙে পড়লো বিকল্প বেইলি ব্রিজ

ভোলা: ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজার বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে গেছে। এতে ভোলা-চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালের দিকে পাথর বোঝাই একটি ট্রাক ওই বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় হঠাৎ ব্রিজ ভেঙে নিচে খালে পড়ে যায়। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে ব্রিজটি ভেঙে গেছে।  

এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। কোনো যানবাহন পারাপার হতে পারছে না। তবে বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারাপার হচ্ছেন।  

জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের প্রসস্তকরণ কাজের জন্য সাময়িকভাবে এ ব্রিজটি দেওয়া হয়েছিলে। এর পাশেই নতুন করে বেইলি ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ব্রিজটি মেরামতে বিষয়টি সওজ বিভাগকে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।