ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে বান্দরবানে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ১৫, ২০২২
বকেয়া বেতনের দাবিতে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান: করোনা মহামারির সময় থেকে বান্দরবান সদর হাসপাতালে কাজ করছেন আউটসোর্সিং কর্মচারীরা। কিন্ত গত সাত মাস ধরে বেতন পাননি তারা।

রোববার (১৫ মে) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতনের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।  

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, করোনা মহামারিতে আমরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেছি। কিন্তু দীর্ঘ সাত মাস ধরে আমাদের বেতন-ভাতা বন্ধ। আমরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি।

এ সময় আউটসোর্সিং প্রক্রিয়ায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১৭ জন কর্মচারীর চাকরি স্থায়ী করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং প্রকল্পের কর্মচারী উসাইমং মার্মা, মো. ফারুক, শাহনা আক্তার, নুমং প্রু মার্মা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ১৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।