ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

২৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ

নোয়াখালীর দুই দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মে ১৩, ২০২২
নোয়াখালীর দুই দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুই দোকান থেকে ২৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। দোকানদুটিকে৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মে) সকাল থেকে বিকেলে পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত তেল সাধারণ ভোক্তাদের কাছে ১৬০ টাকা দলে বিক্রি করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

অভিযানের বিষয়ে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ভোজ্যতেলের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের লক্ষ্যে চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই দোকান থেকে ২৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ১৬০ টাকা দরে সাধারণ ভোক্তাদের কাছে এসব তেল বিক্রি করা হয়। ওই দুই দোকানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৮, ১৩ মে, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।