ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঘূর্ণিঝড় অশনি: নিরাপদ আশ্রয় ফিরছে শত শত ট্রলার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ৯, ২০২২
ঘূর্ণিঝড় অশনি: নিরাপদ আশ্রয় ফিরছে শত শত ট্রলার

পাথরঘাটা(বরগুনা): বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গভীর সমুদ্র উত্তাল থাকায় উপকূলের দিকে রওনা হয়েছে শত শত মাছ ধরা ট্রলার। ইতোমধ্যেই কয়েকশ ট্রলার বলেশ্বর নদ এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।

এদিকে অশনির প্রভাবে রোববার (৮ মে) রাত থেকেই পাথরঘাটায় বৃষ্টি শুরু হয়েছে, সোমবার (৯ মে) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছেই। তবে এখনো কোনো ঝড়ো হাওয়া হয়নি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকসহ সাধারণ মানুষ।
 
বৃহস্পতিবার (১২ মে) সুপার সাইক্লোন হয়ে উপকূলে আঘাত হানার কথা রয়েছে ঘূর্ণিঝড় অশনির। বরগুনাসহ উপকূলীয় জেলাগুলোতে দুই নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া বলেন, গভীর সমুদ্র উত্তাল থাকায় গতকালই (রোববার) বেশ কিছু ট্রলার নিরাপদে আসতে পেরেছে। এখন পর্যন্ত কয়েকশ ট্রলার সুন্দরবনসহ বিভিন্ন জায়গায় নিরাপদ আশ্রয়ে নিয়েছে। তবে এখনো কিছু ট্রলার সাগরে রয়েছে সেগুলো ফিরে আসতে রওনা হয়েছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে জেলেদের সূত্রে জানা গেছে, ইলিশ প্রজননের ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে ২০ মে। চলবে ২৩ জুলাই পর্যন্ত। শেষের দিকে কয়েকটি ট্রিপের জন্য জেলেরা সমুদ্রে ইলিশ শিকারে গেছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হওয়ায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ে তীরে ফিরে এসেছে জেলেরা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।