ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ৭, ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কিশোরগঞ্জ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (০৬ মে) সৌদি আরবের মক্কা নগরী ইশারা ছিত্তিন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, গত ২৮ এপ্রিল সৌদি আরবের মক্কা নগরী ইশারা ছিত্তিন এলাকায় গাড়ি চাপায় তিনি গুরুতর আহত হন।  

নিহত সিদ্দিক মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী গ্রামের হাইছু মিয়া ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে সৌদি আরবের মক্কা নগরী ইশারা ছিত্তিন এলাকার একটি কোম্পানিতে কাজ করতেন সিদ্দিক মিয়া (৩৫)। গত ২৮ এপ্রিল কোম্পানিতে কাজে যাওয়ার সময় মক্কা নগরী ইশারা ছিত্তিন এলাকায় গাড়ি চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০৬ মে) তার মৃত্যু হয়।  

সিদ্দিক মিয়ার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের নিকট দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।