ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কেটে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মে ৬, ২০২২
সেলফি তুলতে গিয়ে ট্রেনে কেটে শিশুর মৃত্যু ফাইল ছবি

চুয়াডাঙ্গা: সেলফি তুলতে গিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় হুসাইন আলী (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলমডাঙ্গা পৌরসভা এলাকার লাল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

হুসাইন আলমডাঙ্গার কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।  

স্থানীয়রা জানান, বিকেলে লাল ব্রিজের ওপর ঘুরতে যায় হুসাইনসহ কয়েকজন কিশোর।  এ সময় সেলফি তুলতে গেলে হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন হুসাইনকে ধাক্কা দেয়। এতে ব্রিজ থেকে নিচে পানিতে পড়ে যায় সে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন তারা।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাংলানিউজকে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।