ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে ঈদুল ফিতর উদযাপন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মে ২, ২০২২
ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে ঈদুল ফিতর উদযাপন  ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন রাষ্ট্রদূত আব্দুল হাই ও দূতাবাসের কর্মকর্তারা

ঢাকা: ব্যাংককের বাংলাদেশ দূতাবাসে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে৷

সোমবার (২ মে) ব্যাংককস্থ ইসলামিক সেন্টার মসজিদে রাষ্ট্রদূত আব্দুল হাই ও দূতাবাসের কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন। ইসলামিক সেন্টারের ইমাম ঈদের জামাত পরিচালনা করেন।

 

নামাজ শেষে রাষ্ট্রদূত ব্যাংকক প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দূতাবাসে সীমিত পরিসরে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।  

অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির দেওয়া বাণী পাঠ করা হয় এবং প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।  

রাষ্ট্রদূত তার সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর যেন আমাদের সবাইকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে এবং সবার জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে, সে কামনা করেন তিনি।  

কাউন্সেলর ও দূতালয় প্রধান মাসূমুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।   

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মে ২, ২০২১
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।