ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

মুহিতের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
মুহিতের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শনিবার (৩০ এপ্রিল) এক বার্তায় হাইকমিশন থেকে এই শোক প্রকাশ করা হয়।

হাইকমিশনের শোক বার্তায় উল্লেখ করা হয়, সাবেক অর্থমন্ত্রী ড. মুহিতের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আবুল মাল আবদুল মুহিত একজন সরকারি কর্মচারী হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একজন বিশিষ্ট লেখক, দক্ষ অর্থনীতিবিদ এবং একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন। তার আত্মা শান্তিতে বিশ্রাম নিক।

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার দিবাগত রাত ১ টার দিকে ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
টি আর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।